
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতায়নসহ বিভিন্ন সেক্টরের দৃশ্যপট পাল্টে গেছে।
বৃস্পতিবার বিকালে খানসামা উপজেলার পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ২৭ হাজার বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেন। ফলে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ সোনার মতই পাল্টে গেছে। সাধারণ মানুষের মৌলিক চাহিদার অন্যতম শিক্ষা ও চিকিৎসা সেবাসহ, অন্ন-বস্ত্র’র চাহিদা পুরণ হয়েছে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী সহধর্মিনী মিসেস শাহীন আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. লিয়াকত আলী, জেলা ১৪ দলের সমন্বয়ক সহিদুল ইসলাম সহিদুল্লাহ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, খানসামা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল জব্বার, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা জাসদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ্, সাধারণ সম্পাদক রবিয়ুল আলম মাস্টারসহ ১৪ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
পাকেরহাটে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত শহীদ মিনারের উদ্বোধনের পূর্বে তিনি ৪৮ লাখ ৯৬ হাজার করে খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের নতুন ভবন, ১ কোটি ২৭ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে শাপলা গালর্স স্কুল এন্ড কলেজের চারতলা ভিত একাডেমিক ভবনের উদ্বোধন, প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে পাকেরহাট ডিগ্রী কলেজের ফটক উদ্বোধন, ৮ কোটি টাকা ব্যয়ে পাকেরহাট হাসপালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করণ ভবন উদ্বোধন এবং ১৯টি গ্রামের ১৮৮টি পরিবারকে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।