মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে দ্রুত এগিয়ে নিতে চায়—খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আশার পর দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য ২৬ হাজার স্কুল ও ১ লক্ষ ৪ হাজার শিক্ষককে সরকারী করণ করেছে। শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে মাঝ পথে ঝড়ে না পড়ে সে জন্য ছাত্র-ছাত্রী উভয়ের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে। এছাড়াও শিক্ষকদের মান উন্নয়নে তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্য বদ্ধ হয়ে এ দেশকে সোনার বাংলায় রুপান্তরিত করার আহবান জানান। আজ ১৬ নভেম্বর রবিবার সকাল ১০ টায় ৩১ লক্ষ ৮ হাজার টাকা বোচাগঞ্জের চুনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী প্রমুখ। এছাড়াও খালিদ মাহমুদ চৌধুরী এমপি সকাল সাড়ে ৯ টায় ৫৬ লক্ষ টাকা ব্যায়ে পড়িয়ালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও দুপুর ১ টায় ৫৬ লক্ষ টাকা ব্যায়ে উত্তর কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

Spread the love