
মোঃ শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার,বোচাগঞ্জঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আশার পর দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা নীতি বাস্তবায়ন সহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন আগামী প্রজন্মের শিক্ষার্থীরা যাতে সঠিক ভাবে লেখাপড়া চালিয়ে যেতে সে জন্য সরকার দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন নতুন ভবন স্থাপন ও ডিজিটাল ক্লাস রুমের ব্যবস্থা করে যাচ্ছে। তিনি বলেন বিগত সরকারের অবহেলার কারনে দিনাজপুর-পীরগঞ্জ সড়কটি এক সময়ে চলাচলের অনুপযোগী ছিল। সে সময় দিনাজপুর পৌছাতে বোচাগঞ্জের মানুষকে ঘন্টার পর ঘন্টা সময় ক্ষেপন করতে হত। বর্তমান সরকার ক্ষমতায় আশার পর সড়কটি সংস্কার করায় ৩০ মিনিটের মধ্যে বোচাগঞ্জের মানুষ দিনাজপুর শহরে পৌছাতে পারছে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্য বদ্ধ হয়ে এ দেশকে সোনার বাংলায় রুপান্তরিত করার আহবান জানান।
১৫ নভেম্বর শনিবার সকাল ১০ টায় ৪২ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যায়ে বাজুনিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফন্টুরাম দেবশর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, উপসহকারী প্রকৌশলী শ্যাম গোপাল হোড়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। এছাড়াও খালিদ মাহমুদ চৌধুরী এমপি দুপুর ১২ টায় ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে জাবারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখেন