দিনাজপুর প্রতিনিধি : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক বলেছেন বর্তমান সরকার প্রবীন নীতিমালা বাস্তবায়ন করতে যাচ্ছে। এতে অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সিনিয়র সিটিজেনশীপ হিসেবে রাষ্ট্রিয় সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। আসুন যারা জীবনের অনেক সময় রাষ্ট্রের কাজ করে দেশের উন্নয়ন করে গেছেন। আমরা তাদের সম্মান করব এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
গতকাল শনিবার জেলা প্রশাসক চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখা আয়োজিত সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ, বার্ষিক মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সমিতির সভাপতি ও রংপুর বিভাগীয় প্রতিনিধি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ ছফর আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধার সম্পাদক আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন, কোষাধ্যক্ষ মাহাতাব উদ্দিন খান। প্রধান অতিথি ২০১৪ সালের শিক্ষা বৃত্তি ৪৭ হাজার ৫শ, এককালীন অনুদান ৩৮ হাজার, জরুরী চিকিৎসা বাবদ ৩৬ হাজার মোট ১ লাখ ২১ হাজার ৫শ টাকা ৪৬ জন সদস্যের মাঝে বিতরণ করেন। শেষে ইফতার ও দোয় মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পাঠ করান কালেক্টর জামে মসজিদের ইমাম গোলাম রসুল।