
কাহারোল প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে ২৯ মে বৃহস্পতিবার বিকাল ৩ টায় মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন একাডেমীক ভবন ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন শেষে এক আলোচনা সভায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এম,পি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উপর অধিকতর গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও আধুনিক করণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারম্নক, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, আ’লীগের নেতা মনসুর আলী, কাহারোল রিপোটার্স ইউনিটের সভাপতি সুকুমার রায়, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।