
দিনাজপুর অফিস : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর। তাই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের নেতৃত্বে বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চায়। তিনি আরো বলেন বিগত দিনে বিএনপি-জামাত সহিংসভাবে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ধর্মালম্বিদের উপর আঘাত করে যে সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করার চেষ্ঠা করেছে, এতে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও সম্প্রীতির উপর আঘাত করেছিল। তারা যাতে আর কোনদিন আমাদের সম্প্রীতির উপর আঘাত করতে না পারে যে ব্যাপারে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে।
শারদীয় দূর্গোৎস উপলক্ষে দিনাজপুর সদরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে শুভেচ্ছা বক্তব্যে জাতীয় সংসদের হুইপ এসব কথা বলেন। এসময় সাথে ছিলেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সার্বজনীন দূর্গাপূজা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, শহর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ লুৎফুল কবির বকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান ফজলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক বসাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।