শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর-বাবু সতীশ চন্দ্র রায়

Puja Mongalআব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর। আমাদের এই সাম্প্রদায়ীক সম্প্রীতি কোন দিনেও যাতে নষ্ট না হয় সে দিকে সকলেরই খেয়াল রাখা উচিত। এতে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও সম্প্রীতি রক্ষা পাবে। যাতে আর কোনদিন অশুভ শক্তি আমাদের সম্প্রীতির উপর আঘাত করতে না পারে যে ব্যাপারে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুভ বিজয়া দশমীতে দিনাজপুরের বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নে সার্বজনীন দুর্গা প্রতিমা বিসর্জন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান সেরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডা. মানবেন্দ্র রায়, অরবিন্দ রায়, রাশেদুল ইসলাম, ফাইজুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে প্রায় ৩ শতাধিক দুর্গা প্রতিমা বিসর্জনে অংশ নেন অতিথিবৃন্দ।

Spread the love