
জিন্নাত হোসেন : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর। তাই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের নেতৃত্বে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চায়।
৩ নভেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেকপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর জ্যোৎস্না বারুনীর শ্রী শ্রী বৈদ্যনাথ শিব মন্দির এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম বলেন, বিগত বিএনপি-জামায়াত এর অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক আশা-আকাংখা নিয়ে জনগন বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার জনগনের সেই আশা-আকাংখা পুরনে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন বলেন, গত সংসদ নির্বাচনের পূর্বে জামাত-বিএনপি হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ধর্মালম্বিদের উপর যে নির্মামভাবে ধ্বংসযোগ্য ও হামলা চালিয়েছে তা বাঙ্গালীর চেতনার উপর ও সাম্প্রদায়ীক সম্প্রীতির উপর আঘাত করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও সম্প্রীতির উপর আঘাত করা হয়েছে। যারা এসব ধ্বংসযোগ্য ও হামলা চালিয়েছে তারা কখনই কোন ধর্মের অনুসারী হতে পারে না। কোন ধর্মই ধ্বংসযোগ্য ও হামলাকে সমর্থন করে না।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আরো বলেন বর্তমান সরকার দেশের সব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ ৭৪ প্রকার ভাতা প্রদান করছে। প্রধান অতিথি ইকবালুর রহিম বলেণ, বিগত ৬ বছরে সদর উপজেলার প্রত্যেকটি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে। আগামী ৫ বছরে সদর উপজেলার প্রত্যেকটি সড়ক পাকাকরন করা হবে বলে তিনি জানান।
সাবেক ইউপি চেয়রম্যান বাবু উপেন্দ্র নাথ অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, মানবেন্দ্র রায়. সাংগঠনিক সম্পাদক মানিক বসাক, শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফ আলী তালুকদার ডাবলু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এনাম সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জ্যোৎস্না বারুনী মন্দির কমিটির সম্পাদক ডাঃ রাজ কুমার রায় এবং মন্দির কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মনোরঞ্জন রায়। অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির অধ্যাপক কিশোর কুমার অধিকারী।