
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,‘বর্তমান সরকার হচ্ছে-পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ আয়োজিত ডা. শামসুল আলম খান মিলনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে, ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন , ‘ওই নির্বাচনে জনগণের কোন সমর্থন ছিল না। সেজন্য নির্বাচন বর্জন করে মানুষ রাস্তায় নেমে এসেছিল। বিএনপি বা ২০ দলই নয়, কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ (রব), গণফোরাম, বিকল্পধারা, কৃষক-শ্রমিক-জনতা পার্টিসহ নিবন্ধিত ৪২টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টিরও বেশি দল নির্বাচন বর্জন করেছে।’
মির্জা আলমগীর বলেন, ‘৭৫ সালে যেমন বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ করে ও গণমাধ্যম বন্ধ করে সংবিধান পরিবর্তন করে একদলীয় বাকশাল কায়েম করেছিলো এখন আওয়ামী লীগ আবারও সে পথেই হাঁটছে। সেজন্য তারা গণতন্ত্রের চেয়ে উন্নয়ন আগে-এই মন্তব্য করছেন। গণতন্ত্রকে জলাঞ্জলি দিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে।’
‘বিচার বিভাগের ওপর বিশ্বাস ভেঙে গেছে’ মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র কারীরা ভাবছে তাকে (খালেদা জিয়া) আটকাতে পারলে ১/১১-এর মতো মাইনাস ফর্মুলা বাস্তবায়ন করতে পারবে।’
স্বৈরাচার বিরোধী আন্দোলনের নায়ক ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগের কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তাঁর আত্মত্যাগ ইতিহাস পাল্টে দিয়েছে। স্বৈরাচার মনে করেছিলো, মিলনের মতো কয়েকজনকে মেরে ফেললে জনগণের আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসে পতন নিশ্চিত করেছিলো।’
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।