শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বর্বরতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে-এমপি গোপাল

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বর্বরতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান শিক্ষা বান্ধব সরকার ও টেকসই উন্নয়নে বিশ্বাসী বলে শিক্ষার উন্নয়ন হচ্ছে। প্রত্যন্ত পল্লী অঞ্চলের বীরগঞ্জ ডিগ্রী কলেজ ও জয়নন্দ ডিগ্রী কলেজকে সরকারী কলেজ হিসেবে ঘোষনা করা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষার প্রতি আন্তরিকতার পরিচয় বহন করে। বর্বরতার বিরূদ্ধে তথা ওই অপশক্তির বিরূদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

বীরগঞ্জ ডিগ্রী কলেজ সরকারী হওয়ায় সোমবার সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের মিশন রোডস্থ বাস ভবনে তাকে অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানাতে আসলে শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কলেজের শিক্ষক মোঃ আমিনুল ইসলাম মিঠু, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম খান বুলু, হাসানুল মাছুদ, জিয়াউর রহমান জিয়া, কামরুজ্জামান, লিমন দেবনাথ ও অন্যরা ফুলেল শুভেচ্ছা জানান।