সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বলরামপুর ইউনিয়ন পরিষদে নেতৃত্ব ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ইউনিয়ন পরিষদকে শক্তিশালীকরণের লক্ষ্যে ইউরোপিয় ইউনিয়ন, সিডা ও ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ এম কে পি এর আয়োজনে ‘‘ইফেক্টিভ পার্টিশিপেশন ফর ট্রান্সপারেন্ট এন্ড অ্যাকাউন্টেবল লোকাল গর্ভনেন্স প্রকল্পের’’ আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদে গতকাল মঙ্গলবার নেতৃত্ব ও উন্নয়ন বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত রিফ্রেসার্স প্রশিক্ষণে ইউয়িন ওয়াচ কমিটি এবং ওয়ার্ড ওয়াচ কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন। রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন এমকেপি প্রশিক্ষক মোঃ তাহেরুল ইসলাম। প্রশিক্ষণটি পরিচালনা করেন এমকেপি প্রোগ্রাম ফেসিলিটেটর মোঃ হারুন-অর-রশিদ।