দিনাজপুর প্রতিনিধি : বসুন্ধরা গ্রুপের কিংব্রান্ড সিমেন্ট এর শুভ হালখাতায় বসে ব্যবসায়ীদের মিলন মেলা।
দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের কিংব্রান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠান।
গত বৃহস্পতিবার দুপুরে শহরের গ্রিণ ভিউ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ঠাকুরগাও-পঞ্চগড়-দিনাজপুরের প্রায় চার’শ খুচরা বিক্রেতা।
এদের মধ্যে সেরা বিক্রয়কারীদের মাঝে এলইডি টিভি, মাইক্রোভেন, সেট, কিং ব্রান্ড ছাতা-সিরামিক্সসহ বিভিন্ন পুরষ্কার দেওয়া হয়েছে।
হালখাতা অনুষ্ঠানের অয়োজন করেন ও স্বাগত বক্তব্য রাখেন কিংব্রান্ড সিমেন্টের দিনাজপুরের পরিবেশক মের্সাস সিবাহ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মনজুরুল ইসলাম মনজুর। এতে সভাপত্বি করেন সিমেন্ট এবং লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান চৌধুরী।
অন্যানদের মধ্যে বক্তব্য দেন বসুন্ধরা কিং ব্রান্ড সিমেন্টের মোঃ শফিকুল ইসলাম টিএসই (ঠাকুরগাও-পঞ্চগড়) ও বজলুর রশিদ দোলন এএসই (দিনাজপুর) প্রমূখ।
বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় প্রথম পুরষ্কার টিভি পেয়েছেন দিনাজপুরের মেসার্স আলামিন স্টিল এর স্বত্তাধিকারী আলহাজ্ব আনিসুর রহমান। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ফুলবাড়ী উপজেলার মেসার্স রুমমান ট্রেডার্সের মোঃ রেজাউল হক।
পর্যায়ক্রমে আরও পুরস্কার পেয়েছেন তারা হলেন, পঞ্চগড়ের আজিম ট্রেডার্সের মোঃ আজিম, নীলফামারীর মেসার্স রুস্তম এন্ড সন্স এর মোঃ নুরুল আমিন, পার্বতীপুরের মোঃ বাবু, চিরিরবন্দরের নুর এন্টারপ্রাইজের নুর মোহাম্মদ, ফুলবাড়ীর মন্ডল ট্রেডার্সের মোঃ সায়েম, চিরিরবন্দরের তোফাজ্জল ট্রেডার্সের মোঃ খালিদ, হিলির জোয়ারদার ট্রেডার্সের মোজাম্মেল হক, পার্বতীপুরের মানিক ট্রেডার্সের মোঃ মানিক, সেকাবগঞ্জের মোহাম্মদ এন্টারপ্রাইজের মোঃ’’ সুলতান, বিরামপুরের আলিফ ট্রেডার্সের মোঃ লিমন, ঘোড়াঘাটের জিল্লুর ট্রেডাসে মোঃ জিল্লুর, সদর উপজেলার মেসার্স এম আর সদর এর মোঃ মিঠু প্রমুখ।