রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসির পদত্যাগের দাবীতে হাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জিন্নাত হোসেন : হাবিপ্রবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগে দুই ছাত্রের বহিষ্কার আদেশ প্রত্যাহার ভিসির পদত্যাগ এবং মূল আপরাধীদের গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

১০ নভেম্বর সোমবার হাবিপ্রবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগে দুই ছাত্রের বহিষ্কার আদেশ প্রত্যাহার ভিসির পদত্যাগ এবং মূল আপরাধীদের গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় সিটন এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সহ-সভাপতি মোঃ মোস্তাফিজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জেমি, প্রত্যুষ রায়, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম সুজন, কিশোর কুমার রায়, প্রচার সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব রিজভী, ছাত্রলীগ নেত্রী মাসুমা পারভেজ, মারুফা শারমিন তৃষ্ণা, ভিএনা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পকৃত আপরাধীদের বাঁচাতে হাবিপ্রবির ছাত্রদের বহিষ্কার করা হয়েছে। ভর্তি পরীক্ষার প্রথম আটক পরীক্ষার্থী সকলের সামনে জবানবন্দিতে বলেছেন আমাকে এই ক্যালকুলেটরটি আমার বন্ধুর বড় ভাই দিয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স পাশ করেছেন তার নাম মনির। তিনি ৫০ হাজার টাকার চুক্তিতে আমাকে এটি দিয়েছে। কিন্তু ঘটনার পর সেই আটক শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে না দিয়ে ভিসি’র কার্যালয়ে ৫ ঘন্টা রেখে ভয় ও লোভের মাধ্যমে ছেলেটিকে পুজি করে নাটক সাজিয়ে দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু অতিব দুঃখের বিষয় আটককৃত পরীক্ষার্থী যেখানে বলেছেন হাবিপ্রবির ক্যাম্পাসের কাউকে সে চিনে না। পকৃত অপরাধীদের বাঁচাতে হাবিপ্রবির ভিসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহিষ্কার করেছে। আমরা এর সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ সহ মূল আপরাধীদের গ্রেফতারের আহবান জানাচ্ছি।

Spread the love