রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাওয়াশের পথে ……..

৫ ম্যাচ ওয়ানডে সিরিজের ৪র্থ ম্যাচেও দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। ২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টেইলর ও মিরের হাফ সেঞ্চুরি সত্ত্বেও ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। আর তাতেই ২১ রানের জয় নিশ্চিত হয়ে যায় টাইগারদের। ফলে বাংলাদেশ ৪-০ তে এগিয়ে যায়। এর পর আগামী সোমবার সিরিজের ৫ম ও শেষ ম্যাচটি জিতে এখন শুধুই বাংলাওয়াশের অপেক্ষা। এর আগে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে মাঝখানে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২৫ বলে ৩৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। তার এ ইনিংসটি ২ ছক্কা ও ৪টি বাউন্ডারিতে সাজানো ছিল। ৮৭ বল মোকাবিলা করে মুশফিক ৭৭ রানে আউট হলেও ১১২ বল খেলে রিয়াদ ৮২ রানে অপরাজিত ছিলেন। তবে আজ শুক্রবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এর পর মাঝখানে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মিডল অর্ডারে আবার চাপে পড়ে টাইগাররা। আর সে কারনে আগের ৩ ম্যাচ অনেকটা সহজে জিতলেও এবার প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল মাশরাফি, সাকিবদের।
এর পর টপাটপ কয়েকটি উইকেটের পতন হলে দল চাপে পড়ে যায়। ১৬৬ থেকে ১৭৭, এই ১০ রানেই ৩ উইকেট বিলিয়ে দিলে ব্যাটিং বিপর্যয় সৃস্টি হয়। মুশফিকের পর ৪ রানে আউট হলেন সাব্বির রহমান ও ১ রানে আবুল হাসান। দলীয় ৩২ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে তুলে আনেন রিয়াদ ও মাশরাফি। তারা গড়ে তুলেন ৬৫ রানের এক দুর্দন্ত পার্টনারশিপ। যাতে মাশরাফির ৩৯ রান ছাড়া রিয়াদের ছিল ২১ রান। সব শেষে রুবেল হোসেন ৭ রানে অপরাজিত ছিলেন।
এদিকে মুশফিক-মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন ৫ম উইকেট জুটিতে এসেছে ১৩৪ রান। এর আগে ৫১ বল খেলে মুশফিক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম ফিফটি। তারও আগে ১৪ রানে নেভিল মাদজিভার ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরেছেন আনামুল। গত ম্যাচে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি ফসকেছিল তার। আর আজ এ ডানহাতি ওপেনার করলেন মাত্র ৫ রান। তামিম ইকবাল ১৬ রান করে সলোমন মায়ারের বল তুলে মারতে গিয়ে সাজ ঘরে ফিরেছেন। এর কিছুক্ষণ পর ব্যক্তিগত ৫ রান করে মাদজিভার বলে ফিরেন ইমরুল কায়েসও। মায়ারের বলে সাকিব আল হাসান ফিরেছেন মাত্র ১ রানে। সফরকারীদের পক্ষে ৩ উইকেট করে নিয়েছে মিরে ও মাদজিভা। আর কামুঙ্গাজি পেয়েছেন ১টি উইকেট।
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুন সূচনা করলেও বেশিদূর এগুতে পারেনি জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজার ২৮ ও সিবান্দার ১৭ রানে ৪৮ রানের অনবদ্য জুটি গড়ে কাঁপন ধরিয়ে দিয়েছিল টাইগার শিবিরে। এর পর এ ধাক্কাকে আরও এগিয়ে নিয়ে যায় টেইরের ৬৩ ও মিরের ৫২ রান। তারা একসাথে করেন ১০৬ রান। এছাড়াও চিকাভা করেন ২৬, মুর ১৩ ও চাতার ১৬ রানে অপরাজিত ছিলেন। কিন্তু তার পরও শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে জয়ের মুখ দেখা হলোনা। পক্ষান্তরে বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট পান সাকিব, রুবেল ও জুবায়ের। আর মাশরাফি পেয়েছেন ১টি উইকেট।
তারও আগে এ মাঠেই ৩য় ওয়ানডে জিতে ৫ ম্যাচ সিরিজের ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এ ম্যাচে জিম্বাবুয়েকে তারা হারিয়েছে ১২৪ রানের বিশাল ব্যবধানে। এটি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও। টস হেরে আগে ব্যাট করে সফরকারীদের ২৯৮ রানের বড় টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৭৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এ ম্যাচে ৯৫ রান করে এনামুল হক বিজয় হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
অন্যদিকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে এগিয়ে থেকেই মাঠে নেমেছে টাইগাররা। চট্রগ্রামে সিরিজের ১ম ২ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছিল মাশরাফিরা। ১ম ওয়ানডেতে ৮৭ রানে আর ২য় ওয়ানডেতে ৬৮ রানের জয় নিয়ে সাগরিকার মিশন শেষ করে টাইগাররা। এর পর ঢাকায় ৩য় ওয়ানডেতে ১৪২ রানের জয়ের সাথে ৩-০ তে সিরিজও নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আগামী ১ ডিসেম্বর সোমবার একই মাঠে একই সময় অনুষ্ঠিত হবে সিরিজের ৫ম ও শেষ ম্যাচটি। আজ ম্যান অবদ্যা ম্যাচ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

Spread the love