মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘খালেদা জিয়া যে ভুয়া জন্মদিন পালন করছেন এটা কাম্য নয়। তিনি এই জন্মদিন পালনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশকে অসম্মান করছেন।’
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া জামায়াত ও পাকিস্তানের দোসর। কারণ জামায়াতের কিছু হলে খালেদা জিয়া সহ্য করতে পারেন না। এ জন্য তিনি ক্রমশ রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।’
জামায়াত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তাদের নিষিদ্ধ করা হবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। তবে বিভিন্ন দেশে এখনও বঙ্গবন্ধুর অনেক খুনি আত্মগোপন করে আছে। তাই সেসব দেশের প্রধানদের প্রতি অনুরোধ, তারা যেন বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠান।’
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলম প্রমুখ।