দিনাজপুর প্রতিনিধি : অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি নাগরিক মাসুদকে (২৬) বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ।
মাসুদ ঢাকার ডেমরা উপজেলার দগাইড় পশ্চিমপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের সীমান্ত চৌকী দিয়ে তাকে বিজিবির নিকট ফেরত দেন বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার সুরেন্দর সিং।
বিজিবি জানান, আটক যুবক পাসপোর্ট যোগে ভারত হয়ে নেপাল ভ্রমণে যায়। সেখানে তার পাসপোর্ট হারিয়ে গেলে নেপাল থেকে তাকে একটি ডুপ্লিকেট পাসপোর্ট দেওয়া হয়, যা শুধুমাত্র নেপাল থেকে ভারতে আসার জন্য। সে পাসপোর্ট নিয়ে ওই যুবক নেপাল থেকে ভারতে আসার পর হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসার পথে বিএসএফ সদস্যরা বুধবার তাকে আটক করেন।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।