মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। যে স্বপ্ন আর আশা নিয়ে মালয়েশিয়া পাড়ি দিয়েছিল, সে আশা এখন গুড়ে বালি।
যাদের কষ্ট ও পরিশ্রমে উপার্র্জিত অর্থে বাংলাদেশ বৈদেশিক মুদ্রায় আজ সাবলম্বী তাদের জীবনের কথা ভাবছে না কেউ। দেশে শ্রমিকদের আত্মীয়স্বজন, বাবা-মা, ভাইবোন তাদের কষ্টের কথা শুনে পাগল প্রায়।
মালয়েশিয়ার দুর্গম বনাঞ্চল পাহাং জেলার লাডাং কসমায় কর্মরত বাংলাদেশী শ্রমিকরা মোবাইল ফোনে দীর্ঘ ২ মিনিট কান্না শেষে তাদের কষ্টের কথাগুলো এভাবেই বর্ণনা করছিলেন আর কাঁদছিলেন। এসব সমস্যা নিয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হয়নি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা কামাল (৩৫) কান্নাজড়িত কণ্ঠে জানালেন, এখানে আমাদের ওপর যে অত্যাচার-নির্যাতন করা হচ্ছে, তা আমাদের দেশের কাজের লোকদের চেয়েও ভয়াবহ। প্রতিবাদ করলেই অকথ্য ভাষায় গালাগালি করে, বন্ধ করে দেয় খাবার। তর্ক করলে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়ার হুমকি দেয়। দৈনিক ১৩-১৪ ঘণ্টা একটানা কাজ করে যাচ্ছি। শুধু বেঁচে থাকার জন্য দু’মুঠো অন্নের জন্য সব অত্যাচার সহ্য করে যাচ্ছি। আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমরা আর এখানে থাকতে চাই না।
তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগরবাড়ি গ্রামের বাসেদ আলীর ছেলে রুবেল (২৭) জানান, আমরা মালেশিয়ায় মানবেতর জীবনযাপন করছি। সরকারিভাবে আমাদের দেয়া প্রতিশ্র“তির কোনোটিই পূরণ করা হচ্ছে না। ঠিকমতো বেতন-ভাতা পাচ্ছি না। ৮ ঘণ্টার পরিবর্তে কাজ করানো হচ্ছে ১৩-১৪ ঘণ্টা। পরিশ্রম করানো হচ্ছে প্রায় তিনগুণ অথচ ঠিকমতো বেতন পাচ্ছি না। নিয়ম অনুযায়ী, আমাদের প্রতিমাসে ৯৫০ মালেশিয়ান রিংগিত দেয়ার কথা ছিল। কিন্তু গত ৫ মাসে আমরা বেতন পেয়েছি মাত্র ১৫০০ রিংগিত, যা কোনো রকমে খেতেই শেষ।
তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানি গ্রামের শফিকুলের ছেলে জুলফিকার আলী (২৫) জানান, যে স্বপ্ন ও আশা নিয়ে আমরা বিদেশ পাড়ি দিয়েছি, তা গুড়ে বালি। এখানে এসে দেখি সবকিছুই ভিন্ন। সে আরো জানায়, আমাদের পাসপোর্ট ও কাগজপত্র এখানকার কোম্পানির লোকজন হাতিয়ে নিয়েছে। আমরা বেশিকিছু চাই না। সরকার আমাদের যা দেয়ার প্রতিশ্র“তি দিয়েছিল, তা পেলেই খুশি। আমাদের যদি ভালো কাজ না দেয়া হয়, তাহলে দেশে পাঠিয়ে দেয়া হোক।
মোবাইল ফোনে মালয়েশিয়া থেকে শ্রমিকরা জানায়, জি-টু-জি লটারির মাধ্যমে চলতি বছরের ১০ জানুয়ারি পঞ্চগড়ের ওই তিন প্রবাসী শ্রমিক কাজের জন্য মালেশিয়ায় পাড়ি জমান।
বাংলাদেশের শ্রম অধিদফতর এসব শ্রমিকদের তুলে দেন কপারাসিং নামে একটি কোম্পানির কাছে। ওই অঞ্চলে ওই কোম্পানির অধীনে প্রায় ৩৯ জন বাংলাদেশী শ্রমিক কর্মরত রয়েছে। যাদের অবস্থাও একই রকম।
শ্রমিকরা জানান, ৭ জনের দলে বিভক্ত করে এসব শ্রমিকদের ওই কোম্পানী মালেশিয়ার দুর্গম বন্যাঞ্চল পাহাং জেলার লাডাং কসমায় নিয়ে যান। এই শ্রমিকদের ৭ জনের গ্র“পের অপর ৪ জনের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়।
কপারাসিং কোম্পানির চীনা মালিক তাদের বলে আমরা তোমাদের ১৩০০ রিংগিত করে কিনে নিয়েছি। আমরা এখন যেমন খুশি তেমন কাজ করাব। তর্ক করলে ওই কোম্পানির ম্যানেজার ইরানি হত্যা করে জঙ্গলে ফেলে দেয়ার হুমকি দেয়।
শ্রমিকরা জানান, তাদের সরকারিভাবে যে কাজ দেয়ার কথা ছিল, সেখানেও মিলে তার ভিন্ন চিত্র। তাদের অস্থায়ী চুক্তিভিত্তিক দৈনিক ‘কাজ নাই মজুরি নাই’ ভিত্তিতে কাজ করতে হয়। সরকারি নিয়ম অনুযায়ী, দিনে ৮ ঘণ্টা (১ ঘণ্টা বিশ্রামসহ) কাজ করানোর কথা থাকলেও করানো হচ্ছে ১৩-১৪ ঘণ্টা। পরিশ্রম করানো হচ্ছে প্রায় তিনগুণ বেশি। অথচ তারা ঠিকমতো ন্যায্য বেতন পাচ্ছে না। যে টাকা দেওয়া হয়েছে তা খাবার খেতেই শেষ হয়ে যাচ্ছে। ব্যবহারের জন্য ট্রলি, থাকার ব্যবস্থা, চিকিৎসাসেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিনামূল্যে দেয়ার কথা থাকলেও কিছুই পাচ্ছে না তারা।
এসব বিষয়ে বাংলাদেশ হাইকমিশনে ফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। যে স্বপ্ন আর আশা নিয়ে মালয়েশিয়া পাড়ি দিয়েছিল, সে আশা এখন গুড়ে বালি।
যাদের কষ্ট ও পরিশ্রমে উপার্র্জিত অর্থে বাংলাদেশ বৈদেশিক মুদ্রায় আজ সাবলম্বী তাদের জীবনের কথা ভাবছে না কেউ। দেশে শ্রমিকদের আত্মীয়স্বজন, বাবা-মা, ভাইবোন তাদের কষ্টের কথা শুনে পাগল প্রায়।
মালয়েশিয়ার দুর্গম বনাঞ্চল পাহাং জেলার লাডাং কসমায় কর্মরত বাংলাদেশী শ্রমিকরা মোবাইল ফোনে দীর্ঘ ২ মিনিট কান্না শেষে তাদের কষ্টের কথাগুলো এভাবেই বর্ণনা করছিলেন আর কাঁদছিলেন। এসব সমস্যা নিয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হয়নি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা কামাল (৩৫) কান্নাজড়িত কণ্ঠে জানালেন, এখানে আমাদের ওপর যে অত্যাচার-নির্যাতন করা হচ্ছে, তা আমাদের দেশের কাজের লোকদের চেয়েও ভয়াবহ। প্রতিবাদ করলেই অকথ্য ভাষায় গালাগালি করে, বন্ধ করে দেয় খাবার। তর্ক করলে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়ার হুমকি দেয়। দৈনিক ১৩-১৪ ঘণ্টা একটানা কাজ করে যাচ্ছি। শুধু বেঁচে থাকার জন্য দু’মুঠো অন্নের জন্য সব অত্যাচার সহ্য করে যাচ্ছি। আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমরা আর এখানে থাকতে চাই না।
তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগরবাড়ি গ্রামের বাসেদ আলীর ছেলে রুবেল (২৭) জানান, আমরা মালেশিয়ায় মানবেতর জীবনযাপন করছি। সরকারিভাবে আমাদের দেয়া প্রতিশ্র“তির কোনোটিই পূরণ করা হচ্ছে না। ঠিকমতো বেতন-ভাতা পাচ্ছি না। ৮ ঘণ্টার পরিবর্তে কাজ করানো হচ্ছে ১৩-১৪ ঘণ্টা। পরিশ্রম করানো হচ্ছে প্রায় তিনগুণ অথচ ঠিকমতো বেতন পাচ্ছি না। নিয়ম অনুযায়ী, আমাদের প্রতিমাসে ৯৫০ মালেশিয়ান রিংগিত দেয়ার কথা ছিল। কিন্তু গত ৫ মাসে আমরা বেতন পেয়েছি মাত্র ১৫০০ রিংগিত, যা কোনো রকমে খেতেই শেষ।
তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানি গ্রামের শফিকুলের ছেলে জুলফিকার আলী (২৫) জানান, যে স্বপ্ন ও আশা নিয়ে আমরা বিদেশ পাড়ি দিয়েছি, তা গুড়ে বালি। এখানে এসে দেখি সবকিছুই ভিন্ন। সে আরো জানায়, আমাদের পাসপোর্ট ও কাগজপত্র এখানকার কোম্পানির লোকজন হাতিয়ে নিয়েছে। আমরা বেশিকিছু চাই না। সরকার আমাদের যা দেয়ার প্রতিশ্র“তি দিয়েছিল, তা পেলেই খুশি। আমাদের যদি ভালো কাজ না দেয়া হয়, তাহলে দেশে পাঠিয়ে দেয়া হোক।
মোবাইল ফোনে মালয়েশিয়া থেকে শ্রমিকরা জানায়, জি-টু-জি লটারির মাধ্যমে চলতি বছরের ১০ জানুয়ারি পঞ্চগড়ের ওই তিন প্রবাসী শ্রমিক কাজের জন্য মালেশিয়ায় পাড়ি জমান।
বাংলাদেশের শ্রম অধিদফতর এসব শ্রমিকদের তুলে দেন কপারাসিং নামে একটি কোম্পানির কাছে। ওই অঞ্চলে ওই কোম্পানির অধীনে প্রায় ৩৯ জন বাংলাদেশী শ্রমিক কর্মরত রয়েছে। যাদের অবস্থাও একই রকম।
শ্রমিকরা জানান, ৭ জনের দলে বিভক্ত করে এসব শ্রমিকদের ওই কোম্পানী মালেশিয়ার দুর্গম বন্যাঞ্চল পাহাং জেলার লাডাং কসমায় নিয়ে যান। এই শ্রমিকদের ৭ জনের গ্র“পের অপর ৪ জনের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়।
কপারাসিং কোম্পানির চীনা মালিক তাদের বলে আমরা তোমাদের ১৩০০ রিংগিত করে কিনে নিয়েছি। আমরা এখন যেমন খুশি তেমন কাজ করাব। তর্ক করলে ওই কোম্পানির ম্যানেজার ইরানি হত্যা করে জঙ্গলে ফেলে দেয়ার হুমকি দেয়।
শ্রমিকরা জানান, তাদের সরকারিভাবে যে কাজ দেয়ার কথা ছিল, সেখানেও মিলে তার ভিন্ন চিত্র। তাদের অস্থায়ী চুক্তিভিত্তিক দৈনিক ‘কাজ নাই মজুরি নাই’ ভিত্তিতে কাজ করতে হয়। সরকারি নিয়ম অনুযায়ী, দিনে ৮ ঘণ্টা (১ ঘণ্টা বিশ্রামসহ) কাজ করানোর কথা থাকলেও করানো হচ্ছে ১৩-১৪ ঘণ্টা। পরিশ্রম করানো হচ্ছে প্রায় তিনগুণ বেশি। অথচ তারা ঠিকমতো ন্যায্য বেতন পাচ্ছে না। যে টাকা দেওয়া হয়েছে তা খাবার খেতেই শেষ হয়ে যাচ্ছে। ব্যবহারের জন্য ট্রলি, থাকার ব্যবস্থা, চিকিৎসাসেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিনামূল্যে দেয়ার কথা থাকলেও কিছুই পাচ্ছে না তারা।
এসব বিষয়ে বাংলাদেশ হাইকমিশনে ফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।