বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাদেশের উন্নয়নকে বিএনপি-জামাত জোট বাধাগ্রস্থ করছে – হুইপ ইকবালুর রহিম

জিন্নাত হোসেন : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে পাকিস্তানের দোষর বিএনপি-জামাত জোট বাধাগ্রস্থ করছে। তিনি বলেন, বিএনপি-জামাত জোট চায় বাংলাদেশকে পাকিস্তান বানাতে। তা না হলে কেমন করে তারা পেট্রাল বোমাকে উৎসাহিত করছে। বিএনপি-জামাত মুক্তিযুদ্ধের পরাজয়ের বদলা নিতে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র ও জঙ্গীস্থান বানাতে বোমা মেরে মানুষ হত্যা করছে।

৭ মার্চ শনিবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে শহীদ জমির উদ্দিন গার্লস্ স্কুল এন্ড কলেজে ৬২ ল টাকা ব্যায়ে নব-নির্মিত এম. আব্দুর রহিম একাডেমীক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়া বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আমাদের এই প্রীয় মাতৃভূমিকে তচনছ করতে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি-জামাতের হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখান করেছে। তাই তাড়া আমাদের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য, ছাত্র-ছাত্রীদের পরীায় বাধাগ্রস্থ করতে পেট্রোল বোমা হরতাল-অবরোধসহ ধ্বংসযোগ্যের পথ বেঁছে নিয়েছে।

শহীদ জমির উদ্দিন গার্লস্ স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, জেলা শিা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ আলম, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রাজকুমার রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম ও শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুনির উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জমির উদ্দিন গার্লস্ স্কুল এন্ড কলেজের অধ্য মোঃ আব্দুল হামিদ।