রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকবেন মোদী

pmবাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠককালে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের সাথে ভারত সব সময় সম্পৃক্ত থাকবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এদিকে এটিই ছিল সবচেয়ে নিকট প্রতিবেশি বাংলাদেশ ও ভারতের নতুন ২ প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে তারা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদারও ছিলেন।
শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার পর নিউ ইয়র্ক প্যালেস হোটেলে মোদীর সাথে বৈঠক করেন শেখ হাসিনা। সফরে এ হোটেলেই থাকছেন ভারতের প্রধানমন্ত্রী। শহীদুল হক বলেন, অত্যন্ত ‘আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশে ২ নেতার বৈঠক হয়েছে। উন্নয়নের শত্রু হিসেবে সন্ত্রাসকে চিহ্নিত করে তা মোকাবেলায় দৃঢ় থাকার বিষয়ে ২ প্রধানমন্ত্রীই একমত হয়েছেন।
মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি শিগগিরই শেখ হাসিনার এ আমন্ত্রণ রক্ষার প্রতিশ্রুতি দেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বগুণেরও প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু, আর তার কন্যা বাংলাদেশকে রক্ষা করেছেন।
বৈঠকে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে স্থল সীমান্ত চুক্তি কার্যকর এবং তিস্তা চুক্তিসহ দুদেশের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের আন্তরিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান। পররাষ্ট্র সচিব বলেন, কিছু সমস্যা ছিল, সেগুলোর কথা প্রধানমন্ত্রী বলেছেন। তিনি (মোদী) বলেছেন, ম্যায় রাস্তা নিকাল রা হু (আমি সমাধানের পথ খুঁজছি)।
শেখ হাসিনা বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের (বিসিআইএম) ‘ইকোনমিক করিডোরের’ ওপর গুরুত্ব দেন। তিনি নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি স্থল যোগাযোগের অন্তরায়গুলো তুলে নিতে ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলে মোদী ইতিবাচক সাড়া দেন। মোদী আঞ্চলিক উন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও জানান শহীদুল। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী সাউথ এশিয়া সম্ভাবনাগুলো কাজে লাগানোর কথা বললে মোদী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে হবে। ওনার যে লুক ইস্ট পলিসি, তার মধ্যে এ জিনিসটা খুব প্রোমিনেন্টলি আসে।
সচিব জানান, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে যে যোগাযোগগত যে সমস্যা আছে, সেটা তুলে ধরেছেন। সেটার আশু সমাধানের অনুরোধ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, এই৩ ৩ দেশ বা ৪ দেশের মধ্যে চলাচলের সমস্যা থাকলে তা সমাধান করা দরকার। উনি সঙ্গে সঙ্গে দেখলাম এ ব্যাপারে একটা নির্দেশও দিয়েছেন। এ সময় মঙ্গলে কৃত্রিম উপগ্রহ পাঠানোয় সম্প্রতি সফল হওয়া ভারতের প্রধানমন্ত্রী সার্ক স্যাটেলাইটের প্রস্তাব দিয়েছেন, যাতে সার্কের সদস্যভুক্ত সব দেশই এর সুবিধা নিতে পারবে।
ত্রিপুরায় ১০ হাজার মেট্রিক টন খাদ্য শস্য নিয়ে যেতে সুবিধা করে দেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোদী। অটিজম নিয়ে কাজের জন্য শেখ হাসিনাকন্যা সায়মা হোসেন পুতুলের প্রশংসাও করেন তিনি। বহুল আলোচিত সারদা কেলেঙ্কারি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এক সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, না, হয়নি। দুজন প্রধানমন্ত্রীর মধ্যে যখন আলোচনা হয়, তখন পলিসি লেভেলে হয়।

Spread the love