
ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের মাধ্যমে ‘বিদেশীদের হত্যা, মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ললাটে কালিমা লেপে দেওয়ার চেষ্টা করছে।’
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানে এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘বিদেশীদের হত্যা করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় ষড়যন্ত্রকারীরা।’স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির মোকাবেলা করতে হবে।
অ্যালামনাই এ্যাসেসিয়েশনের সভাপতি আলী ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত মহিলা এমপি সেলিনা জাহান লিটা, ইয়াসিন আলী এমপি, এনবিআরের অতিরিক্ত কর কমিশনার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলে গিয়ে শেষ হয়।