
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতের আসাম রাজ্যের পুলিশ। ওই নারী বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ বা জেএমবির সদস্য এবং তিনি এখনও জঙ্গী তৎপরতার সাথে জড়িত বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা। আসামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। পুলিশের দাবি, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত জেএমবির একটি পরিকল্পনার কথা ভারতের গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন ৩৬ বছর বয়সী ওই নারি।
জঙ্গিরা বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যার কয়েকটি চেষ্টা চালিয়েছে বলেও আগেই দাবি করে ভারতীয় পুলিশ। একই গ্রুপ বাংলাদেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকেও হত্যার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছিলো সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ।
আসামের পুলিশ উপপ্রধান পল্লব ভট্টাচার্য বলেন, বিশেষ এক অভিযানে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে চালান দেয়া হচ্ছে। ওই নারী ভারতবিরোধী যুদ্ধ চালাতে অস্ত্র সংগ্রহ করছিলেন বলেও অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে। এছাড়াও পুলিশ প্রশাসন জানিয়েছে, একটি ক্যু’ পরিচালনা ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্রের সঙ্গে ওই নারী সম্পৃক্ত ছিলেন এমন সন্দেহেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্যের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ নারী জঙ্গি ভারতের বিরুদ্ধেও জেহাদী তৎপরতায় লিপ্ত ছিলেন এবং অস্ত্রসস্ত্র সংগ্রহ করছিলেন।