সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘বাংলাদেশের রাজনৈতিক সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে’

UNবাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সমস্যা নিজেদের মধ্যেই সমাধান করতে হবে। প্রধান ২ রাজনৈতিক দলের মধ্যে সংলাপের বিষয়ে জাতিসংঘ হস্তক্ষেপ করবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের রাজনৈতিক সমস্যা দুটি রাজনৈতিক দলের নেতাদের বসেই সমাধান করতে হবে। জাতিসংঘ এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বিএনপির দাবির প্রেক্ষিতে নির্বাচন কি খুব শিগগিরই হওয়া উচিত কিনা জানতে চাওয়া হলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব পরিষ্কারভাবে অবস্থানের কথা জানিয়েছেন। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।