রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের সাথে ভারতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধির বৈঠক অনুষ্ঠিত

জিন্নাত হোসেন : ভারতীয় কংগ্রেসের অন্যতম সহ-সভাপতি মি. রাহুল গান্ধি নারীর ক্ষমতায়ন, মাতৃমৃত্যু হার হ্রাস ও নারীর কর্মসংস্থানে বাংলাদেশ মডেলের ভূয়শী প্রসংশা করেন। তিনি এ অঞ্চলে জঙ্গী ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে পাশে পাওয়া প্রত্যাশা ব্যাক্ত করেন। রাহুল গান্ধি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন দিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

সোমবার ভারতের রাজধানী নয়া দিল্লীস্থ সফদার জং রোডে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধির বাস ভবনে সেখানকার সময় সকাল ১০ টায় কর্নেল (অবঃ) ফারুক খান এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় ৮ সদস্যে প্রতিনিধি দলের সাথে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যাক্ত করেন। বৈঠক ১ ঘন্টা স্থায়ী হয়। এ সময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নাবিল আহমেদ এমপি, পংকজ দেবনাথ এমপি, এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লা এমপি, নাহিম রাজ্জাক এমপি, মাহাজাবিন খালেদ এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি।

 

বৈঠকে আলোচনাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ভারত, মায়ানমার, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে আঞ্চলিক সহযোগীতা বৃদ্ধি, ব্যবসা বানিজ্যে প্রসার ও যোগযোগের ক্ষেত্রে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ সমুহকে এক যোগে কাজ করতে হবে। এছাড়া দুটি দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উভয় দেশের নেতৃবৃন্দ ঐক্য মত পোষন করেন।

 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সারা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধি বাংলাদেশের অসহায় জনগনের পাশে দাড়িয়েছিলেন। প্রয়াত ইন্দিরা গান্ধির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের সরকার ও জনগন যদি আমাদের সাহায্যে এগিয়ে না আসতেন তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আরো দীর্ঘায়িত হত। বাংলাদেশের জনগন ভারতের জনগনের সেই অবদানের কথা কোন দিন ভুলবে না। প্রতিনিধি দল রাহুল গান্ধিকে বাংলাদেশ সফরে আমন্ত্রন জানান।

 

এরপর প্রতিনিধি দল ভারতীয় নির্বাচন কমিশনার এইচ এস বর্মা’র সাথে ভারতের নির্বাচন সম্পর্কে মতবিনিময় করেন। বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের মত একটি বৃহৎ দেশের নির্বাচন পদ্ধতি এবং তা সুষ্ঠুভাবে পরিচালনা কৌশল জানতে চাইলে ভারতের নির্বাচন কমিশনার জানান, সকল রাজনৈতিক দলের বিশ্বাস যোগ্যতা ও নির্বাচনী কর্মকান্ডের সাথে জড়িত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষপাতহীন কার্যক্রমই ভারতের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার মূল মন্ত্র।

 

এরপর প্রতিনিধি দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংসদ সদস্য চন্দন মিত্রের সাথে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের উন্নতি ও ব্যবসা বানিজ্য প্রসারে ঐক্য মত পোষন করেন।

Spread the love