টেস্ট সিরিজে হুয়াইট ওয়াশ করার পর এবার ২ ম্যাচ বাকী থাকতেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও ৩-০ তে জিতে নিলো বাংলাদেশ। সিরিজের ৩য় ম্যাচে ১২৪ রানের বড় জয় পেলে চলতি ওয়ানডে সিরিজও নিশ্বিচত হয়ে যায় টাইগারদের। আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিবা রাত্রির একদিনের ম্যাচে মাত্র ৩৯.৫ ওভারেই ১৭৩ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। এর আগে টস হেরে ১ম ব্যাট করা বাংলাদেশ ৬ উকেটের বিনিময়ে সংগ্রহ করে ২৯৭ রান। অতপর ২৯৮ রানের বড় টার্গেট তাড়া করতে মাঠে নেমে দলীয় অধিনায়ক এলটন চিগাম্বুরা ছাড়া সফকারীদের আর কেউই দাঁড়াতে পারেনি। টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাও আরাফাত সানি ও রুবেল হোসেনের দুর্দান্ত বোলিং তোপে মাত্র ১৭৩ রানেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। এদিকে বিশাল টার্গেট তাড়া করতে মাঠে নেমে দলীয় মাত্র ৯ রানে ১ম ও ২২ রানে ২য় উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটসম্যান সিবান্দ ৯ রানে আর মাসাকাদজা আউট হন ১২ রানে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বংলাদেশকে ব্যাটিংয়ে পাঠলে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৯৭ রান। এর মধ্যে নার্ভাস নাইনটির শিকার হলেন উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক বিজয়। অর্থাৎ অল্পের জন্য তিনি দুর্দান্ত এক সেঞ্চুরি বঞ্চিত হলেন। অবশ্য সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ম ১০ ওভার বেশ সতর্ক হয়েই ব্যাট চালাচ্ছিলো বাংলাদেশী ওপেনাররা। কিন্তু সময়ের সাথে সাথে তাদের ব্যাটিং হয়ে উঠে আগ্রাসী। টাইগার ওপেনার বিজয়ের দুর্দান্ত অর্ধশতকে ভর করে বাংলাদেশের শতরান পার করে বিনা উইকেটেই। দলীয় শতকের পরই কিছুটা তাল হারিয়ে ফেলেন তামিম। ব্যাক্তিগত ৪০ রানে থাকা আগ্রাসী এ ব্যাটসম্যন রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে কাটা পরেন রান আউটের ফাঁদে। তারপর ১৫ রান করে মুমিনুলও তামিমের পথ ধরেন।
এর পরপরই ৯৫ রানে থাকা এনামুল উঠিয়ে মারতে গিয়ে দ্বাদশ খেলোয়ার সিঙ্গির হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরের পথ ধরেন। এ টাইগারদের দলীয় সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৬৭ রান। এর পর দলের হাল ধরতে মাঠে নামেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ক্রিজে থাক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে যোগ দেন। দুজনেই খেলেন অনেকটা ঝড়ো ইনিংস। সাকিব ৩৩ বলে করেন ৪০ আর মুশফিক ২২ বলে করেন ৩৩ রান। ৪৩ ওভার শেষে যখন মুশফিক বিদায় নেন তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উএকেটে ২৪৪ রান।
অতপর দলের হল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। এ ম্যাচেও আরেকটি ঝড়ো ইনিংস খেলেন সাব্বির। মাত্র ১৩ বলে তিনি সংগ্রহ করেন ২২ রান। মাহমুদুল্লাহ ৩২ ও অধিনায়ক মাশরাফি ২ রানে অপরাজিত ছিলেন। পক্ষান্তরে জিম্বাবুয়ের পক্ষে ২ উইকেট পেয়েছেন পানিয়াঙ্গারা। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন কামুনগোজি, ও মাসাকাদজা।
তার আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। সিরিজে ২-০তে এগিয়ে থেকেই মাঠে নেমেছে টাইগাররা। চট্রগ্রামে সিরিজের ১ম ২ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছিল মাশরাফিরা। ১ম ওয়ানডেতে ৮৭ রানে আর ২য় ওয়ানডেতে ৬৮ রানের জয় নিয়ে সাগরিকার মিশন শেষ করে টাইগাররা। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন আনামুল হক বিজয়।