সাহেব, দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে উগ্রপন্থি শক্তির কোন স্থান নেই এই মন্তব্য করে বলেছেন, বাংলাদেশের কোন আইএস বা জঙ্গির অস্তিত্ব নেই। বিদেশীদের হত্যাকান্ডে খালেদা জিয়া -তারেক রহমানের সম্পৃত্ততা খুজে পাওয়া যাচ্ছে। বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করার জন্য ও দেশকে সন্ত্রাসীর রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করিয়ে দিতেই এই অপশক্তি ২জন বিদেশীদের পরিকল্পিত ভাবে হত্যা করেছে। যা সন্দেহের আঙ্গুল খালেদা-তারেকের দিকেই অগ্রসর হচ্ছে। এই অপশক্তির মোকাবিলা করতেই সকল ধর্মের জনগন প্রস্ত্তত রয়েছে। বিএনপি, জামায়াতের শাসনামলে দূর্গা ভাংচুর করা হতো, হিন্দু সম্প্রদায়কে নিরাপদে ধর্ম পালন করতে দেয়া হতো না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ৭ বছর ধরে নিরাপদে ও সম্মিলিত ভাবে উৎসব পালন করা হচ্ছে। তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পুজা ও মুসলিমদের আশুরা একই সাথে পালন হচ্ছে। দুই উৎসবের মানুষের মধ্যে আনন্দ ও উৎসবের ঢোল নেমেছে। সকল ধর্মের মানুষ একই সাথে এ সব উৎসবে আনন্দ উৎসব করছেন। কিন্তু বিএনপি-জামায়াত এই সম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে অতৎপরতা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির যে যাক দিয়েছেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে তা বিনষ্ট হতে দেবে না। এ দেশে সকল ধর্মের মানুষের সমঅধিকার রয়েছে। হুইপ ইকবালুর রহিম এমপি গতকাল ২৩ অক্টোবর শুক্রবার দিনাজপুর শহরের মডার্ণ মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও দিনাজপুর সার্বজনীন দূর্গা পূজা সমন্বয় কমিটি আয়োজিত বিজয়ার শুভেচ্ছা শারদীয় দুর্গোৎসবের বিসর্জনে মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ রুহুল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম । পূজা উদযাপন পরিষদের জেলা আহবায়ক কান্ত লাল সাহার সভাপতিত্বে ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও গৌরি শংকরের সঞ্চালনে সমাবেশে বক্তব্য রাখেন, পরমানু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ বি.কে বোস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান চক্রবর্তী বাসু, সমন্বয় কমিটির সহ-সভাপতি সুব্রত মজুমদার ডলার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব প্রমুখ। দুপুর ৩টা থেকে পুলিশ, র্যাব ও বিজিবি নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মডার্ণ মোড় হয়ে সাধুর ঘাটে ১৪৯টি দুর্গাকে নিয়ে বিসর্জন দেয়া হয়। এ সময় মডার্ণ মোড়, ঘাসিপাড়া, নিমতলা, বাসুনিয়াপট্টি, ৬ রাস্তা মোড়ে হাজার হাজার হিন্দু সম্প্রদায় মা দুর্গাকে শেষ বিদায় জানান।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ