সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ আওয়ামী নবীনলীগ জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

আব্দুর রাজ্জাকঃ

বাংলাদেশ আওয়ামী নবীনলীগ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ শহর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

৮ অক্টোবর বৃহস্পতিবার শহরের বাসুনিয়াপট্টিস্থ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী নবীনলীগ দিনাজপুর জেলা শাখার নব গঠিত কমিটির সদস্যরা শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরিচিতি পর্বে অংশ নেন। একইদিনে শহরের রায়সাহেব বাড়ীস্থ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী নবীনলীগ দিনাজপুর জেলা শাখার নব গঠিত কমিটির সদস্যরা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরিচিতি পর্বে অংশ নেন। এসময় সংগঠনের জেলা শাখার সভাপতি খোরশেদ আলম, সহ সভাপতি শায়ের আল খায়ের, জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকের আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রলয় কান্তি রায়, সহ প্রচার সম্পাদক মৃদুল সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাজহারুল হক চৌধুরী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক অশোক কুমার সরকার, সদস্য মাজেদ আলী নাঈম, শুভ আহমেদ, অজয় কুমার গুহসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি পর্বে আওয়ামী নবীনলীগের নেতৃবৃন্দ পৃথকভাবে শহর ও কোতয়ালী আওয়ামীলীগের উপরোক্ত নেতাদের নিকট বঙ্গবন্ধুর আদর্শে দিনাজপুরে বিশেষ অবদান রাখতে সহযোগিতা কামনা করেছেন।