বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ আদিবাসী সমিতির ৮ দফা বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন

দিনাজপুর ঃ

বিষাক্ত রাসায়নিক কীটনাশকের বিকল্প ব্যবহার করে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিতকরনসহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আদিবাসী সমিতি।

 

শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে কীটনাশক ব্যবহার ও নারী কৃষক শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুকি বিষয়ক এক জনার্কীন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আদিবাসী সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশ্বনাথ শিং।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়,কীটনাশক নারী কৃষক ও শ্রমিকদেও স্বাস্থ্য ঝুকি প্রতিরোধ ও র্নিমুল করা সম্ভব হবেনা,যদি একেবারেই কীটনাশক বাদ দেয়া না যায় এবং কীটনাশকের বিকল্প হিসেবে তুলনামুলকভাবে কম আপদযুক্ত কীটনাশককে ব্যবহার করা না যায় অথবা বালাই-ব্যবস্থাপনার বিকল্প পদ্ধতিসমুহ ব্যবহারের মাধ্যমে যদি জৈব কৃষি চালু করা না যায়।

 

তারা সরকারের কাছে কীটনাশকের বিষক্রিয়া এবং সংক্রামনের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি দুরীকরন এবং র্নিমুলকরনে (০১)সমন্বিত উৎপাদন এবং বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে অথবা প্রাকৃতিক দ্রব্য দ্বারা উৎপাদিত জৈব্য-বালাইনাশক ব্যবহাওে উদ্ধুদ্ধ করতে কৃষককে বিশেষ কওে নারী কৃষককে আর্থিক প্রনোদণা দেয়া,(০২) আইনসঙ্গত ভাবে অনুমোদিত সঠিক মাত্রার কীটনাশক ব্যবহার করা,(০৩) তুলনামুলকভাবে কম কীটনাশক ব্যবহার করা এবং পর্যায়ক্রমে এর ব্যবহার বন্ধ করা,

 

(০৪)ব্যক্তিগত সুরক্ষামুলক সরঞ্জামাদি(পিপিপি) ও কৃষিকর্ম উপকরন বিনামুরে‌্য কৃষক এবং কৃষি শ্রমিকদেও মাঝে বিতরন করা,(০৫) উচু মাত্রার বিষাক্ত বৈশিষ্ট্য সম্পন্ন রাসায়নিক কীটনাশক আমদানী ও ব্যবহার নিষিদ্ধ করা,(০৬)কৃষিতে স্বাস্থ্য ও নিরাপত্তার উপর আইএলও কনভেনশন ১৮৪ অনুসমর্থন করা এবং আইএলও সুপারিশমালা ১৫২ বাস্তবায়ন করা,(০৭)কীটনাশকের প্রয়োগ পদ্ধতি সর্ম্পকে কৃষক এবং কৃষি শ্রমিকদেও প্রশিক্ষনের ব্যবস্থা করা ও (০৮) ক্ষতিগ্রস্থ কৃষক এবং কৃষি শ্রমিকদেও আর্থিক ক্ষতিপুরন এবং বিনামুল্যে চিকিৎসার ব্যবস্থা করা।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী সমিতির সহ-সভাপতি জুলিয়াস মুরমু,সহ-সম্পাদক সুবল হাসদা,দপ্তর সম্পাদক সতিরাম হেমরম,সদস্য শোভারানী,এডভাইজার বাংলাদেশ আদিবাসী সমিতি জেমস্ পিটার ও মাকসুদুর রহমান ব্যবস্থাপক টেকনিক্যাল কোস্ট ট্্রাষ্ট প্রমুখ।

Spread the love