
মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ক্রীকেটের রাজা এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ান ইংলেন্ড ক্রীকেট টিমকে সোমবার বাংলাদেশ অল ইউকেটে করে হারিয়ে কোয়াটার ফাইনালে যাওয়ায় বোদায় ক্রীকেট প্রেমীরা উল্লাস করে আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দু’ধারে দাড়িয়ে থাকা দর্শকরা তাদের হাত তালি দিয়ে উৎসাহিত করে।
Please follow and like us: