বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাদেশ-কম্বোডিয়ার ৩ চুক্তি ১ এমওইউ সই

pmবাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিল্প, কৃষি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ৩টি চুক্তি ও ১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শেষে তাদের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর করা হয়। বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে উৎসাহিত করার লক্ষ্যে যৌথ কমিশন গঠনের জন্য প্রথম চুক্তিটি স্বাক্ষরিত হয়। কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী হর ন্যামহং এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পরে তারা চুক্তিপত্র বিনিময় করেন।
এরপর বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘কাউন্সিল ফর ডেভেলপমেন্ট’র মহাসচিব ও মন্ত্রী চক চেন্দা সোপিয়ে নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে ৩য় চুক্তিটি স্বাক্ষরিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং কম্বোডিয়ার সংস্কৃতি ও চারুকলা বিষয়ক মন্ত্রী প্রোয়ুরঙ সাকোনা নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
একমাত্র সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত। কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এবং কম্বোডিয়ার কৃষি, বনায়ন ও মৎস সম্পদ মন্ত্রী ওইউক রাবুন নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পাশাপাশি কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী হর ন্যামহং এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজ নিজ দেশের পক্ষে ১৭দফা যৌথ ঘোষনায় স্বাক্ষর করেন।