
বাংলাদেশ কারিগরী ছাত্র পরিষদ দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউট শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই রবিবার দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের অডিটোরিয়ামে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ইনষ্টিটিউটের উপাধ্যক্ষ মোসলেম উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল। বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও দিপই শাখা ছাত্রলীগের সভাপতি আজমাঈন কবির রাশিক’র সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবি শাখার সভাপতি আসলাম আলী, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে ইনষ্টিটিউটের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দিপই ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।