
বাংলাদেশ ক্রিকেট টিমকে বীরগঞ্জ প্রতিদিন এর অভিনন্দন…
সোমবার বিশ্বকাপের ৩৩তম ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ৭ উইকেটে করা ২৭৫ রানের জবাবে ২৬০ রানে ইনিংস গুটিয়ে যায় ইংলিশদের।
ইংলিশদের ২৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে অবশ্য বোলিংয়ের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ১৯.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। তবে এরপর মুহূর্তেই ইংলিশদের ইনিংসের গতিপথ পরিবর্তন দেন রুবেল হোসেন। এক ওভারেই ইয়ান বেল ও ইয়ান মরগানের উইকেট তুলে নিয়ে ইংলিশদের ভীষণ চাপে ফেলেন দেন রুবেল। আর ইংল্যান্ডেকে বধ করে ২য় রাউ্ন্ড এ চলে যায় বাংলাদেশ।