
দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রতিদিন-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে দিনাজপুরে ২দিনব্যাপী কর্মসুচী পালন করা হয়।
এর মধ্যে প্রথমদিন জন্মদিনে কেক কাটা ও আলোচনা সভা এবং ২য় দিন গতকাল রবিবার বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১টায় র্যালিটি দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী উদ্বোধনকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি প্রফেসর রম্নহুল আমিন বলেন, সাফল্যের চারবছর বাংলাদেশ প্রতিদিন দেশ ও দেশের জনগণের জন্য সাহসী দৃপ্ত প্রতিশ্রুতির ঝাঁপি নিয়ে মানুষের কাছাকাছি পৌচেছে। এ সময়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের দেশের সংবাদপত্রের ইতিহাসে একটি নতুন রেকর্ড। দেশ ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং অকুণ্ঠ দেশপ্রেমই দেশের মানুষের নিরঙ্কুশ সমর্থন পেয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে অংশ নেন, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আজহারম্নল আজাদ জুয়েল, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর কৃষকদলের আহবায়ক আলী আকবর জেলা বিএনপির মজিবর রহমানসহ সাংবাদিক, রাজনৈতিক কর্মী, সমাজসেবী, ব্যবসায়ী ও বন্ধু প্রতিদিনের দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার ও শ্রেণীর মানুষ।