বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রতিদিন শুরু থেকেই সকল মানুষের মন ছুয়ে গেছে-হাবিপ্রবি’র ভিসি

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর রম্নহুল আমিন বলেন, বস্ত্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বাংলাদেশ প্রতিদিন অল্প সময়ে দেশের শীর্ষ স্থানে পৌচেছে। অজানা তথ্য জানাতে, প্রতিটি বিষয়ের সংবাদসহ সর্বশেষ সংবাদ জানিয়ে দেশের সর্বস্তরের মানুষের ভালবাসা কুড়িয়েছে।

 

রবিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিনের কেক কেটে জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এর পূর্বে দিনাজপুর প্রেসক্লাব থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

তিনি বলেন, জনপ্রিয়তা আর সাফল্যের ৫বছর বাংলাদেশ প্রতিদিন দেশ ও দেশের জনগণের জন্য সাহসী দৃপ্ত প্রতিশ্রুতির ঝাঁপি নিয়ে মানুষের কাছাকাছি পৌচেছে। অল্প সময়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের দেশের সংবাদপত্রের ইতিহাসে একটি নতুন রেকর্ড। দেশ ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং অকুণ্ঠ দেশপ্রেমই দেশের মানুষের নিরঙ্কুশ সমর্থন পেয়েছে। আরও দেশ ও জাতির পাশে দাড়িয়ে এগিয়ে যাবে সামনের দিকে এই প্রত্যাশা করেছেন। বাংলাদেশ প্রতিদিনকে তার এই জন্মদিনে ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই।

 

 

সফলতা কামনা করে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, হুমায়ুন কবির, বন্ধু প্রতিদিন দিনাজপুর শাখার সহ-সভাপতি মি. রেসনিক বিশ্বাস, আসাদুজ্জামান লিটন,আলী আকবর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিন দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম।

 

Birthday-2এ ছাড়া র‌্যালীতে অংশ নেন দিনাজপুর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আহসানুল আলম সাথী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন দিনাজপুরের সভাপতি জিন্নাত হোসেন, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মীর কাশেম লালু, বীরগঞ্জ প্রতিদিন ডট কম সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা আওয়ামীলীগ নেত্রী ছবি শাহরিয়ার, আইরিন লতিফ, আনসারা বেগম বিউটি, ইলোরা আহম্মেদ ইতি, আনোয়ারা পারভীন আলো, তনু ইসলাম, শ্যাম সুমানা, নাজমা বেগম, রাশিদা বেগম, বন্ধু প্রতিদিনের দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দসহ রাজনৈতিক-সামাজিক, মুক্তিযোদ্ধা, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন পেশার ও শ্রেণীর মানুষ ।