মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি বলেছেন, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন। এ চেতনার সাথে যোগসূত্র স্থাপন করেছে মুক্তিযুদ্ধে অমর শ্লোগান জয় বাংলা। তিনি বলেন, জয় বাংলা শব্দটি আমাদের কাছে অমর সংগীতের মতো। কেননা এ শব্দটি যতই শোনা যায় ততই ভাল লাগে। তিনি আরও বলেন, জয় বাংলা শব্দটি আমাদের মহান মুক্তিযুদ্ধে সঞ্জীবনী সুধার মতো কাজ করেছে। কেননা এ শ্লোগান উচ্চারণ করে দেশের স্বাধীনতার জন্য বীর শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জয় বাংলা লীগ’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Spread the love