রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ বিভিন্ন দেশে খাদ্য রপ্তানী করছে- দিনাজপুর জেলা প্রশাসক

দিনাজপুর প্রতিনিধি : প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন,দেশে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিল। সে সময় যেখানে অর্থ দিয়ে খাদ্য সংগ্রহ করা যাচ্ছিলনা আর খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ আমরা তা কখনও স্বপ্নেও ভাবিনি। কিন্তু বিগত ৬ বছরে বিভিন্ন সমস্যা নিরসন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে সারাদেশের সব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, ইতোমধ্যে বিভিন্ন দেশে খাদ্য রপ্তানী করছে বাংলাদেশ।

 

বৃহস্পতিবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রি মিলনায়তনে রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী অঞ্চল আয়োজিত ‘‘Procedures of Export Business and Export Documentation” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এসব কথা বলেন।

 

রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী অঞ্চলের পরিচালক (উপ-সচিব) মোহঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারম্নল ইসলাম, রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী অঞ্চলের তদমত্মকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রপ্তানী উন্নয়ন ব্যুরো রাজশাহী অঞ্চলের তদন্তকারী মোঃ নুরম্নল ইসলাম সরকার।

সেমিনারে ব্যাংক কর্মকর্তা, তথ্য অফিসের প্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিনিধি, মহিলা উদ্যোগক্তা, সি এন্ড এফ এজেন্ট, রপ্তানী কারক ও রপ্তানীতে আগ্রহী ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করে।

 

Spread the love