রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে এপিজে আবদুল কালাম

বাংলাদেশ সফরে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম বর্তমানে ঢাকায় রয়েছেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন।

২ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ শুক্রবার দুপুরে তিনি ঢাকায় এসেছেন। এমসিসিআই ১১০ বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন তিনি। সংলাপে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন বলে জানা গেছে।
এছাড়া আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ভারতের সাবেক রাষ্ট্রপতি ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত থাকবেন। এ সময় দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি নিয়ে সেমিনার আয়োজনের কথা রয়েছে।
এ প্রসঙ্গে এমসিসিআইয়ের সচিব ফারুক আহমেদ জানান, ১১০ বছর পূর্তি উপলক্ষে এমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় এসেছেন উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। অনুষ্ঠান শেষে আজ রাতেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১১০ বছর পূর্তি উপলক্ষে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে এমসিসিআইয়ের অবদান সম্পর্কিত বিশেষ প্রকাশনা তৈরি করা হয়েছে। ১৮ অক্টোবর তা প্রকাশ করা হবে। এছাড়া ১১০ বছরের স্মৃতিময় বিভিন্ন ছবি নিয়ে এলবাম আর্কাইভও প্রকাশ করা হবে।
প্রসঙ্গত এমসিসিআই বাংলাদেশের সবচেয়ে পুরনো চেম্বার অব কমার্স। এর সূচনা হয় ১৯০৪ সালে। এমসিসিআই প্রথম দিকে ‘ঢাকা-নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ নামে পরিচিত ছিল। বর্তমানে এর সভাপতির দায়িত্ব পালন করছেন রোকিয়া আফজাল রহমান।

Spread the love