
ফজিবর রহমান বাবু \– বাংলাদেশে মানুষ উন্নয়কে বিশ^াস করে এমন মমত্মব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলার জনগন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে জঙ্গি ও সন্ত্রাসবাদকে রম্নখে দিতে বদ্ধপরিকর। ৭১-এ যেমন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সাড়ে সাত কোটি মানুষ পাকিস্তানের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছিল। তেমনি শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তির বিরুদ্ধে বর্তমান ১৬ কোটি মানুষও আজকে ঐক্যবদ্ধ। এর প্রমান দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জামায়াত-শিবিরের ক্যাডারদের হাতে নাতে ধরা হচ্ছে।
এদিকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেমন একদিকে জঙ্গিবাদ মোকাবেলা করছি। অপরদিকে দেশে ব্যাপক উন্নয়নও করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এখন ডিজিটাল। আর এর কৃতিত্ব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
৬ আগস্ট শনিবার ৮টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া, হরিপদ মেম্বার পাড়া ও হকদল গ্রামের ৫৪ লক্ষ্য টাকা ব্যয়ে ১৩২ টি বাড়িতে বিদ্যুতায়নের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৃথক পৃথক বিদ্যুতায়নের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পলস্নী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহম্মেদ, ৮নং ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না, দিনাজপুর পলস্নী বিদ্যুৎ সমিতি-১ বীরগঞ্জ জোনাল অফিসের ডিপুটি ম্যানেজার মো. মমিনুর রহমান বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক রাজিউর রহমান রাজু, ৮নং ভোগনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আদম মালিক ও সাধারন সম্পাদক মমতাজুল করিম।