
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, এই স্বাধীন বাংলার মাটিতে কোন মাদক সেবীর জায়গা হবে না। তিনি মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রতিরোধ গড়তে ছাত্র-শিক্ষক অবিভাবকদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন যদি কোন মাদকসেবীকে পুলিশ প্রশাসন সহযোগিতা করে তাহলে সেই অফিসারের বিরুদ্ধে আইননত ব্যবস্থা নেয়া হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনার সন্তানকে কমমূল্যের হলেও একটি ল্যাপটপ কিনে দেন। তাহলে সে মাদক থেকে দূরে থাকবে এবং আগামী দিনের জন্য উজ্জল ভবিষ্যৎ গড়ে তুলবে।
গতকাল রবিবার দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধিন দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান পার্বতীপুরে আদর্শ ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহেনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি এম এ ওহাব সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মাহমুদুর রহমান ও চেয়ারম্যান পরিষদের সভাপতি কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা প্রমুখ।