শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাগেরহাট প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের দুই নেতা আহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে প্রতিপক্ষের হামালায় ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতা গুরম্নতর আহত হয়েছে। মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাদ্দাম হোসেন ও তার ছোট ভাই ছাত্রলীগ কর্মী শহিদুল গুরম্নতর আহত হয়। এসময় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে সাদ্দাম হোসেনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। তবে এ ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত বাগেরহাট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাড়াপাড়া ইউনিয়নের পদ্মপুকুর মাঠে নাইট ফুটবল খেলা চলাকালে স্থানীয় ছাত্রলীগের সাদ্দাম হোসেন গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাদ্দাম হোসেন ও তার ছোট ভাই শহিদুল রক্তাক্ত জখম হয়। ওই রাতে তাকে বাগেরহাট সদর হাসপাতালে তাদের ভর্তি করা হলে সাদ্দামের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।