হাওর অঞ্চল, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মধ্য গজারিয়া গ্রামের মৃত ছেনু মিয়ার স্ত্রী খালেদা বেগম (৫০) বাড়ীর পাশের এক পুকুরে গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। পরে সকাল সাড়ে সাতটার দিকে তার লাশ ঐ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এই ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।