
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘এমন একটি সরকার এই বাজেট দিচ্ছে যারা জনগণের ম্যান্ডেড ছাড়া ক্ষমতায় আছে। প্রহসন করে জোর করে ক্ষমতায় বসে আছে। সেজন্য এই বাজেটের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, তাদের কল্যানও হবে না।
শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার মিলনায়তনে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ম্যাব আয়োজিত এক বাজেট পর্যালোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বাজেটপূর্ব সময়ে অর্থনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে বাজেট নিয়ে আলোচনা করলেও তাদের কোনো পরামর্শ গ্রহণ করেননি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের উদ্দেশ্য যেভাবেই হোক বাজেট বাড়িয়ে দেখাতে হবে। অর্থাৎ জনগণের মধ্যে প্রচার করতে হবে যে বাংলাদেশের অর্থনীতি দারুণভাবে উন্নয়নের দিকে যাচ্ছে।’
ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীণ আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জানে যদি সুষ্ঠু নির্বাচন হয় কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে না। সেজন্য তারা সুষ্ঠু নির্বাচন করবে না। তারা বিভিন্ন কৌশলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।’
“আজকে বাংলাদেশে যে অবস্থা তা শুধু অর্থনৈতিক নৈরাজ্য নয়, সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্য শুরু হয়েছে; যা বাংলাদেশকে দ্রুত রসাতলে নিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সকলের ঐক্য দরকার। সচেতনতা বৃদ্ধি করতে হবে। শুধু বাজেট আলোচনা নয়, প্রতিটি ক্ষেত্রে জনগণকে সচেতন করে তাদের সঙ্গে নিয়ে ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে”, বলেন তিনি।
বাজেট পর্যালোচনা সভায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ২০১৬-১৭ অর্থবছরের বাজেটকে ‘আমলাতান্ত্রিক বাজেট’ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, ‘এটা কোনো বাজেটই নয়। এতে করের বোঝা বাড়ানো হয়েছে। এনবিআরের করারোপের প্রক্রিয়ায় সাধারণ আয়করদের দ্বিগুণ কর দিতে হবে। এটি সরকারের ব্যয় নির্বাহের বাজেট। সরকারের কোনো ব্যয়ই জনকল্যাণমুলক নয়।’
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিল ওয়াহেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ আবু আহমেদ, খন্দকার মোস্তাহিদুর রহমান, সৈয়দ নাসের বখতিয়ার আহমেদ।