
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় যোগ্য মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তার সরকার এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিশু-কিশোরদের প্রতি সোনার বাংলা গড়তে সোনার মানুষ হয়ে ওঠার আহ্বান জানান।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শেখ রাসেলের ৫১তম জন্মদিনের অনুষ্ঠানে এ আহ্বান তিনি।
এ অনুষ্ঠানের আলোচনা সভা শেষে কৃতী ছাত্রছাত্রী এবং দাবা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বাট্রান্ড রাসেলের ভক্ত ছিলেন। তার বইয়ের অনুবাদ বাবা মাকে পড়ে শোনাতেন। এ অনুপ্রেরণা থেকে মা তার ছোট সন্তানের নাম রাসেল রাখেন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে হত্যা তা না। এটি ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া দেশকে পেছনে নিয়ে যাওয়া আর স্বাধীনতাবিরোধীদের হাতে দেশকে তুলে দেয়ার চক্রান্ত। তাকে ক্ষমতার লোভে হত্যা করা হয়েছিল। কিন্তু তার পরিবারের দোষ কি ছিল? ছোট্ট শিশু রাসেলের কি দোষ ছিল? আমরা সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করে দেশকে এগিয়ে নিয়েছি।