
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সম্মে^লন কক্ষে আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম এমপি। আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেল নির্বাহী অফিসার সগীর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, আমজানখোর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মুনসুর আলী, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলীসহ পুলিশ, বিজিবি, আনসার ভিডিপির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় বালিয়াডাঙ্গী উপজেলায় ফেনসিডিলের পাশাপাশি নতুন করে ইয়াবা আমদানি ও সেবনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকায় যুবসমাজ মাদকের দিকে বেশি আসক্ত হচ্ছে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার জন্য আহবান জানানো হয়।
আইন শৃঙ্খলা সভা শেষে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম এর সভাপতিত্বে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।