
বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও) প্রতিনিধি : রবিবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ, ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলাহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, আইন শৃঙ্খলা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোঃ রমজান আলী, বিজিবির কোম্পানী কমান্ডার মনির প্রমুখ সহ। সভায় বিজিবি, আনসার ভিডিপি, জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা। আইন শৃঙ্খলা সভা শেষে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকতাগণ বক্তব্য রাখেন। এরআগে প্রধান অতিথি২৬ জন দুস্থ পরিবারের মাঝে ২৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন, ১৭টি মসজিদে ২লাখ টাকাও ৪টি মন্দিরে ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।