বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি পালন

Baliyadangiসোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে বিভাগীয় জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন বেতন স্কেল সমন্বয় করন বাস্তবায়ণের দাবিতে ৩ দিন ব্যাপি ১ ঘন্টা করে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও অফিস প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, জয়নাল আবেদিন, আব্দুল জব্বার, মুনির উদ্দীন, নুরুল ইসলম, আমিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন। সমাবেশে বক্তারা বলেন ৩ দিন ব্যাপি কর্মসূচী প্রতিদিন সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত কর্মসূচী পালন করা হবে। অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি উদার্থ আহব্বান জানান।