শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

BaliyaDnag-Fishঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে অন্য বস্ত্র বাসস্থান মাছচাষের সমাধান এর প্রতিপাদ্য বিষয় সামনে রেখে র্যালি, মাছ অবমুক্তকরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সগির হোসেনের নেতৃত্বে র্যালি বের হয়। র্যালি শেষে তীরনই নদীতে মাছ অবমুক্ত করেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, এর পর বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সগির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলে মতি লাল দাস প্রমুখ।