বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)প্রতিনিধি : আজ বুধবার ভোরে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী রত্নাই মারাধার গ্রামে পুলিশ দেশী রিভলবার সহ একজনকে আটক করেছে। জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা রত্নাই মারাধার গ্রামের আব্দুল মান্নানের পুত্র আ: রহিম (২৬) বাড়িতে এস আই জগলুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আ: রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ১টি দেশীয় রিভলবার উদ্ধার করে প্রাথমিক ভাবে আ: রহিমকে আটক করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসে। বালিয়াডাঙ্গী থানার এ এস আই আশরাফুল ইসলাম বাদি হয়ে আ: রহিমের বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা দায়ের করেছে।