শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে নেরিকা আমন ধানের বিনামুল্যে বীজ ও সার বিতরণ

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি পূর্ণবাসন নেরিকা আমন সহায়তা কর্মসূচীর আওতায় ৩৬০ জন কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সগির হোসেনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতিজন কৃষককে ১০ কেজি বীজ, ডিএফপি সার ২০ কেজি ও এম ও পি ১০ কেজি সার বিতরণ করা হয়। ৩ লক্ষ ৯২ হাজার ৪০০ টাকা ব্যায় হয়েছে। উপজেলা কৃষি অফিসার আনিছুর রহমান জানান, নেরিকা ধানের ৩৩ শতকের বিঘায় ১৫-২০ মন ফলন পাওয়া যাবে।