শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ৪ হাজার ২০০

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আগামীকাল রবিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষা ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষার্থী প্রাথমিক ৩৯০৯ এবতেদায়ী ৩০০। পরীক্ষার সকাল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্র সমুহ হচ্ছে, দক্ষিণ পাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাহিড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভানোর নেংটিহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডার্ঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম জানান, পরীক্ষার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Spread the love