রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় বালিয়াডাঙ্গী উপজেলা শহর প্রদক্ষিন করে স্কুল কলেজ সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহনে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী প্রমুখ।